\'\'Pegasus ভারতীয় গণতন্ত্রকে ধ্বংসের পথ সুগম করছে\'\'

2021-10-27 1

সংসদের অধিবেশনে পেগাসাস নিয়ে ফের সরব হবে কংগ্রেস। বুধবার ফের এমনই জানান রাহুল গান্ধী। কার নির্দেশে পেগাসাসের মাধ্যেমে দেশের মানুষের ফোনে আড়িপাতা শুরু হয় বলে প্রশ্ন তোলেন রাহুল গান্ধী। পাশাপাশি এদেশের মানুষের গোপণ কথা ফোনে আড়ি পেতে কোনও রাষ্ট্র কি সমস্ত কিছু জানতে পারছে বলেও প্রশ্ন তোলেন রাহুল গান্ধী।